মোঃ আরাফাত সানী/নাছির উদ্দিন রাজ:টেকনাফ
টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ১৫ টি জিআর বডি ওয়ারেন্ট এবং ২ টি সিআর বডি ওয়ারেন্টসহ মোট ১৭ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্ৰেফতার করছে টেকনাফ থানা পুলিশ।
শুক্রবার রাতে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন,সগির আহমদ (৫২), পিতা মৃত আব্দুল করিম,সাংকাটাখালি পশ্চিম পাড়া থানা টেকনাফ জিআর ১১৯৪/১৮। রুবেল পিতা নুরুল আলম থানা টেকনাফ সাং কাটাখালি, জিআর১৮৩/১৭ মোঃ ইব্রাহীম (২৩), পিতা মৃত আব্দুল জব্বার সাং কাংঝর পাড়া থানা টেকনাফ জিআর ৩৮৩/১৯, আবদুল মজিদ পিতা মোঃ আমির আলী,সাং উলুবুনিয়া থানা টেকনাফ জিআর ১৮৪/১৭। আব্দুল করিম পিতা মৃত হোসেন,সাং দক্ষিণ কচুবনিয়া থানা টেকনাফ জিআর১২৩/০৮, শাহজাহান (৩০) পিতা মমতাজ,সাং পশ্চিম ডেইল পাড়া,থানা টেকনাফ জিআর ৯১০/১৯। আব্দুস সালাম ( ৩৫) ২ টি পিতা খুইলা মিয়া সাং মহেশখালীয়া পাড়া টেকনাফ জিআর ৪৯/১৮, ৯১/১৪। বাবুল মিয়া (৪১) পিতা মৃত নুর মোহাম্মদ মহেশখালীয়া পাড়া টেকনাফ জিআর ৬১৮/১৮। হাফিজুল্লাহ (৩০) ৩ টি জিআর পিতা হোসন প্রকাশ আবুল হোসেন সাং কচুবনিয়া টেকনাফ জিআর ১৯৮/০৯, ২৭৮/১৩, ২০৫/০৯। সিদ্দিক আহমেদ পিতা মৃত ইউসুফ সাং কচুবনিয়া টেকনাফ জিআর ৬৫৩/১২। মনোয়ারা বেগম ( ৩৯) স্বামী ফরিদ আহমেদ সাং মহেশখালীয়া পাড়া টেকনাফ জিআর ২৭৪/১৬। মোঃ জসিম উদ্দিন (৩৬) পিতা আব্দুর শুকুর সাং ডাঙার পাড়া শাহপরীরদ্বীপ থানা টেকনাফ জিআর ২২৩/০৮। আয়াত উল্লাহ পিতা হাবিবুর রহমান সাং মিঠাপানির ছড়া থানা টেকনাফ সিআর ৩১৭/১৯। আবদুল করিম (৬৫) পিতা বেলু মিয়া সাং ডাঙর পাড়া শাহপরীরদ্বীপথানা টেকনাফ সিআর ৩০৮/১৭।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, আটককৃতদের কক্সবাজার জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply