নাছির উদ্দীন রাজ, টেকনাফ
সারাদেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছে। তা বাস্তবায়ন করতে সীমান্ত জনপদ টেকনাফেও মাঠে কাজ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে
আইন শৃঙ্খলা বাহিনী। চলিত কঠোর লকডাউনের চতুর্থ দিনে সকালে টেকনাফের হ্নীলা বাজারে অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর এর ভ্রাম্যমাণ আদালত ।
সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখা ও মেয়াদোত্তীর্ণ দ্রব্য সমগ্রি পাওয়ার অপরাধে দুই টি প্রতিষ্ঠান কে ২ মামলায় ২ হাজার ৫ শ টাকা জরিমানা করেছেন বলে জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার চৌকস পুলিশ অফিসার এস আই ছানাউল ইসলাম সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য গণ। সাংবাদিক দের প্রশ্নের জবাবে আবুল মনসুর জানায়, আমরা উপজেলা প্রশাসন প্রতিদিন কঠোর লকডাউন বাস্তবায়ন করতে সব সময় মাঠে কাজকরছি। যারা সরকারি বিধি নিষেধ অমান্য করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। তবে আশা করবো জনসাধারণ যেন স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে বাড়িতে থাকেন ।
Leave a Reply