নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মেম্বার সহ বিপুল পরিমাণ মাদক,অস্ত্র ও বিভিন্ন মামলার পালতক আসামি আটক করেছেন। ৫ জুলাই ( সোমবার) রাত থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয় বলে জানায় পুলিশ। টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমানের নেন্তৃন্তে একাধিক সঙীয় ফোর্স উক্ত অভিযান পরিচালনা করে নারী / পুরুষ সহ ১৭টি ওয়ারেন্ট মামলার আসামি কে ও আটক করে । তাদের মধ্যে বাহার ছড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ ইলিয়াছ সহ অনেকেই। তবে এরি মধ্যে সাবরাং ইউনিয়নের উত্তর পাড়ার মৃত নুরুল হোসেন এর পুত্র নুরুল আবছার(৩৭) কে ২হাজার ৪ শ পিস ইয়াবা নিয়ে আটক হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানা। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি হাফিজুর রহমান জানায়, অপরাধ নির্মূলের অংশ হিসেবে টেকনাফে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply