নাছির উদ্দীন রাজ, টেকনাফ
টেকনাফ কোস্টগার্ড অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার করেছে। গত ২৩ জুলাই বিকাল আনোমানিক তিন ঘটিকার সময়
বিসিজি স্টেশান টেকনাফের মেইনগেইটের সেন্ট্রি স্টেশানের সম্মুখ রাস্তা দিয়ে অফিসার্স ভবনের দিকে যাওয়ার পথে একটি সন্দেহজনক অটো রিকশাকে থামার সংকেত দেয়। অটোরিকশার মধ্যে বস্তায় করে দেশি মদ বহনকারী ০১ ব্যাক্তি সেন্ট্রিকে দেখে রাস্তায় বস্তা ফেলে দৌড়ে পাহাড়ের মধ্যে পালিয়ে যায়। তৎক্ষনাৎ সেন্ট্রি সিসিকে অবগত করেন। তাৎক্ষনিক সিসি কর্তৃক বস্তা ০২ টি উদ্ধার করে, পরে তা তল্লাশি করে বস্তার মধ্যে ০৭ টি প্লাস্টিক বোতলে প্রায় ৩৪ লিটার দেশি মদ পাওয়া যায়। জব্দকৃত মদের আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানাগেছে।
Leave a Reply