নাছির উদ্দীন রাজ , টেকনাফ।
কক্সবাজার টেকনাফে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই নারী মাদক কারবারি কে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪হাজার ৫শ পিস ইয়াবা ও ১টি মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ। ২৮ জুলাই আনুমানিক রাত ০৯.১০ ঘটিকার সময় তাদের আটক করতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ। আটক কৃত দুই মাদক কারবারি মৃত ছৈয়দ হোছাইন এর মেয়ে আনোয়ারা বেগম (৩৭) ও মৃত সোনা আলীর মেয়ে নুর বেগম (৩৮) বলে জানিয়েছেন। তারা উভয় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বাসীন্দা। টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করতে বলেন, টেকনাফ শাপলা চত্বরে পাকা রাস্তার উপর দুই নারী ইয়াবা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার এস আই আব্দুল বাতেন এর সঙ্গীয় ফোর্স অভিযানে গেলে রাস্তার উপর কৌশলে দাড়িয়ে থাকা দুই মেয়ে সন্দেহ হলে তাদের আটক করেন। পরে ঐ দুই নারী কে তল্লাশি করলে তাদের কাছে থাকা ৪হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তীতে আইনি পক্রিয়া শেষে তাদের কক্সবাজার জেলা আদালতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশ। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানায়, টেকনাফে মাদকের প্রবনতা কমাতে আমাদের অভিযান অব্যাহত আছে ও থাকবে।
Leave a Reply