আমিরুল ইসলাম রাশেদ, পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা সদর ইউনিয়নের বন্যায় প্লাবিত পরিবারের মাঝে শুকনো খাবার ও খাদ্য সামগ্রীর পৌঁছে দিচ্ছেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার বাপ্পি।
(৩০ ও ৩১শে জুলাই ) উপজেলার সদর ইউনিয়নে নতুন রাহাত জানি পাড়া, হরিণাফাঁড়ী, বাঘগুজারা, বিলাচুরা, বলির পাড়া, ব্যাইমাখালী, গোয়াখালী, মেহের নামা চৈরভাঙ্গা, সাবেকগুল্দীসহ বন্যায় প্লাবিত এলাকায় নিজ অর্থায়নে শুকনো খাবার চাল,ডাল,পেয়াজ, চিরা,মুরগী,আলোসহ ঘরে গিয়ে ২ হাজার পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রীর পৌঁছে দেন।
এই ছাড়া মোবাইলে মেসেজ ও কল দিলে সাথে সাথে ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় মানুষের কাছে পৌঁছে যান বাপ্পির কর্মীরা
গোয়াখালী এলাকার অসহায় এক মহিলা বলেন, আমার বাড়িতে তিন যাবত রাঁন্নাবান্না করতে পারি নাই, আমার এক প্রতিবেশী তার ফেসবুকের মাধ্যমে জানতে পারে ওসমান সরওয়ার বাপ্পি অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রীর পৌঁছে দিচ্ছেন,আমি ঐ প্রতিবেশীর কাছ থেকে নাম্বার নিয়ে একটা মেসেজের মাধ্যমে আমি আমার অসহায়ত্বের কথা বলি ও ঠিকানা লিখে দেই, মেসেজ দেওয়ার ১ ঘণ্টা পর আমার বাড়ি চাল,ডাল,তেল,পিয়াজ,ও বয়লার মুরগী নিয়ে হাজির হয় ওসমান সরওয়ার বাপ্পি নিজেই তিন দিন পর বাপ্পির খাদ্য সামগ্রীর নিয়ে রান্না করে,আমি আমার ছেলে মেয়েদের নিয়ে তৃপ্তি করে ভাত খেতে পেরেছি, এই জন্য আমি বাপ্পিকে ধন্যবাদ জানায়।
ওসমান সরওয়ার বাপ্পি বলেন, বন্যা প্লাবিত হয়ে মানুষের ঘর বাড়ি ভেঙ্গে যায় এবং অনেকেই কয়েক দিন ধরে অনাহারে আছে, আমি মনে করি এই দেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব বোধ আছে, আমি আমার দায়িত্ব বোধ থেকে নিজ অর্থায়নে এগিয়ে এসেছি, আপনাও যারা স্বাবলম্বী তাদের উচিত দুর্দিনে এভাবে মানুষের পাশে দাড়ানো।
Leave a Reply