নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফ মডেল থানার পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা, স্বর্ণ ও নগদ টাকাসহ স্বামী – স্ত্রী কে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩২ হাজার পিস ইয়াবা, নগদ ২৫ হাজার ইয়াবা বিক্রির টাকা, ৫ ভরি স্বর্ণ, দুইটি মোবাইল ফোন, ও একটি মাছ শিকারের জাল। ২ অগাস্ট মধ্য রাতে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ ডেইল পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ বাসত বাড়ি হতে আটক করতে সক্ষম হয় পুলিশ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের এস আই মিল্টন খন্দকার, রফিকুল ইসলাম রাফী ও হোছাইন এর নেন্তৃন্তে
সঙ্গীয় ফোর্স টেকনাফ সদর ইউনিয়নের কালু মিয়ার পুত্র মোঃ হোসন (৪০) ও স্ত্রী হামিদা খাতুন (৩৬) এর বাড়িতে অভিযান চালায়। ঘটনা স্থল হতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা মাছ শিকারের জাল হতে ৩২ হাজার পিস ইয়াবা, ৫ ভরি স্বর্ণ, নগদ ২৫ হাজার টাকা, দুই টি মোবাইল ও একটি মাছ শিকারের জাল উদ্ধার করে। আটক কৃত আসামী ও উদ্ধার কৃত মালামাল আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান।
Leave a Reply