মোঃ আরাফাত সানী, মাসুদ মির্জা,টেকনাফ।
কক্সবাজার টেকনাফের উপকূলীর ইউনিয়ন সাবরাং শাহপরীর দ্বীপে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ওমর ফারুক (১৫) নামে একজন কিশোরোর মৃত্যু হয়েছে।
নিহত কিশোর সাবরাং শাহপরীর দ্বীপে এলাকার ডাঙ্গারপাড়া বাসিন্দা কালো মিয়া ছেলে।
সুএে জানায়, সোমবার বিকেলে দিকে শাহপরীর দ্বীপ বড় খালে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যার দিকে স্হানীয়রা ভাসমান অবস্থায় ওই খাল থেকে তার মৃত দেহ উদ্ধার করে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হাফিজুর রহমান।
স্হানীয় ইউপি সদস্য রেজাউল করিম রেজু বলেন, সোমবার বিকেলে দিকে তারা কয়েকজন মিলে বড় খালে মাছ ধরতে যায়। হঠাৎ করে ওমর ফারুকের কোনো দেখা না পেয়ে অপরাপর সঙ্গীরা অনেক খোজাখুজি করেন। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে শাহপুরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) যায়েদ হাসান ও সহকারী অফিসার উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
Leave a Reply