মোঃ আরাফাত সানী, টেকনাফ
কক্সবাজার টেকনাফের হোয়াইক্যংয়ে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে। আটক মাদক কারবারি, হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়ার মকবুল আহমদের ছেলে জামাল উদ্দিন (২০)।
র্যাব জানায়, গোপন সংবাদে ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে হোয়াইক্যং ইউনিয়নের ঊনছিপ্রাং বিজিবি ক্যাম্প সংলগ্ন রাস্তার মাথায় অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একটি পলিথিন ব্যাগসহ তাকে আটক করে। উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশী করে ৯হাজার ৯শ ৫০পিস ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন ধরে মাদকের চালান সংগ্রহের পর পাচার করে আসছিল বলে স্বীকার করে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, ইয়াবাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
Leave a Reply