নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার সীমান্ত জনপদ টেকনাফে বন্দুক যুদ্ধে এক রোহিঙ্গা নিহত হয়েছে বলে জানাগেছে। নিহত মোঃ নুরু মিয়া (প্রকাশ) নুরু (৪০) জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের ২৭ নং সি ব্লকের মৃত আবুল বশর এর ছেলে।
র্যাব ১৫ সুত্রে জানা যায় , ৫ আগষ্ট রাতে ২৭নং রোহিঙ্গা শিবিরে পাহাড়ের পাদদেশে ডাকাত দলের মধ্যে সংঘর্ষে গুলিবিনিময়ে হচ্ছে এমন খবরে তাহারা অভিযানে যায়। ডাকাত দল র্যাব এর উপস্থিত লক্ষ্য করলে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে । এ সময় র্যাব এর দুই সদস্য আহত হয়। পরে এক পর্যায়ে র্যাব ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ডাকাত দল পিছু হটে পাহাড়ের দিকে পালিয়ে গেলে, পরিস্থিতি শান্ত হলে ঘটনা স্থালে অভিযান চালিয়ে ০১ টি বিদেশি পিস্তল ০২ রাউন্ড গুলিবর্তী ম্যাগাজিনসহ ০৩ টি ওয়ান শুটার গাণ, ০২ টি তাজা কার্তুজ এবং
গুলিবিদ্ধ অবস্থায় এক অজ্ঞাত যুবকের কে উদ্ধার করে। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে টেকনাফ হাসপাতালে নিয়েগেলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানায়, রোহিঙ্গা ডাকাত নুর এর বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামল রয়েছে।
Leave a Reply