নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফ র্যাব ১৫ সিপিসি-১এর মাদক বিরোধী অভিযানে ইয়াবা সহ তিন মাদক কারবারি কে আটক করেছে বলে জানাগেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ হাজার ৪০০পিস ইয়াবা। সোমবার ৯ অগাষ্ট রাতে তাদের আটক করতে সক্ষম হয়। র্যাব ১৫ সিপিসি -১ টেকনাফ কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুর রহমান চৌধুরী এবং অতিঃ পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার নেতৃত্বে টেকনাফ টু কক্সবাজার সড়কে বরইতলী জামে মসজিদের সাকিনে পাকা রাস্তার উপর তিন ব্যক্তি কে সন্দেহ করে তল্লাশি করলে তাদের কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা, মোবাইল ০৪ টি, সীম ০৫ টি, ঘড়ি ০২ টি ও নগদ ২২৪০/- টাকা উদ্বার করেন ও তিন জন কে আটক করে।
আটক কৃতরা হলেন মোঃ ইউসুফ (২৪), রেজাউল করিম (২৮) নুর কামাল (১৯)। আটক কৃত আসামী ও জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে।
Leave a Reply