কাইছার পারভেজ চৌধুরী টেকনাফ থেকে…
টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়া পাড়ায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় ঘরের বাথরুমের সিলিংয়ের ভেতরে মওজুদ কৃত ২ হাজার ৭’শ পিস ইয়াবা সহ আব্দুস শুক্কুর (৪৫) কে আটক করেছে।
সুত্র জানায়, গত ১২আগষ্ট রাত পৌনে ১০টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের স্টেশন কমান্ডার লেঃ কমাঃ এম নাঈম উল হকের নেতৃত্বে টেকনাফ পৌর এলাকার দক্ষিণ জালিয়া পাড়ার একটি আভিযানিক দল মাদকের চালান মওজুদের গোপন সংবাদের ভিত্তিতে মৃত ছৈয়দ আহমদের পুত্র মোঃ আব্দুস শুক্কুর (৪৫) এর বাড়িতে অভিযান পরিচালনা করে। কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ঘরের বাথরুমের সিলিং এর ভেতরে মজুদ রাখা ২হাজার ৭শ পিস ইয়াবাসহ মোঃ আব্দুস শুক্কুরকে আটক করে।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এম আব্দুর রউফ জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সুপর্দ করা হয়েছে।
Leave a Reply