গত ১৭ অগাস্ট টেকনাফ থেকে প্রচারিত বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত
” নবীন-প্রবীণ সিন্ডিকেট , ইয়াবা ব্যবসা জমজমাট!”
সংবাদের শিরোনাম টি আমার দৃষ্টি গোচর হয়েছে, যা দেখে আমি হতবাক । কেন না ঐ সংবাদে উল্লেখিত বেশির ভাগ লেখাটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন যার মধ্যে অনেক তত্ত্বের অসঙ্গতি রয়েছে বলে আমি বিশ্বাস করি । আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।
আমি সওকাত আলী এক জন সহজ সরল লোক। এলাকার কতিপয় দুষ্ট চক্রের বিরুদ্ধে আমি সদা সুৎছার থাকি বলে আমাদের কে ঘায়েল করতে না পেরে তাহারা বিভিন্ন গণমাধ্যম কর্মীকে আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মরণ নেশা ঘৃণীত ইয়াবার সাথে জড়িত বলে অপপ্রচার চালাচ্ছে। অতচ আমি দির্ঘ দিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে চালের দোকান করে আসছি পাশা পাশি ইট, বালি ও হাডওয়ার ব্যবসা করি । আমার বৈধ ব্যবসা থাকতে কোন দিন অবৈধ ব্যবসা করতে পানি না। আমি নিশন্দেহে বলতে পারি কোন দিন ইয়াবার সাথে জড়িত ছিলাম না। তাই বিভিন্ন গণমাধ্যম দিয়ে যাহারা আমার কে সমাজের কাছে কলশিত করতে চাইছে তাদের বিরুদ্ধে ভবিষ্যতে আইন গত ব্যবস্থা নিতে বাধ্য থাকিব। উক্ত বিষয়ে কাউকে বিভ্রান্তি না হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।
প্রতিবাদ কারি
নাম – সওকত আলী
পিতা – আব্দু রশিদ
গ্রাম – মুছনি , হ্নীলা টেকনাফ, কক্সবাজার।
Leave a Reply