মোঃ আরাফাত সানী, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ৬’শত পিস ইয়াবা বড়িসহ এক জন কে আটক করেছে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানান।
রবিবার (২২ আগষ্ট) ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফতাইল্যা পাড়া আসামীর নিজস্ব বসতবাড়িতে অভিযান চালিয়ে জয়নাল মাঝি ছেলে লাল মিয়া (৩৫) কে আটক করেছে পুলিশ।
এ তথ্য আজ দুপুরে নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের এসআই তারেকের নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালানা করে ২ হাজার ৬’শ পিস ইয়াবাসহ লাল মিয়া কে আটক করা হয়।
তিনি আরও জানান, ইয়াবাসহ ধৃতকে আসামীকে মাদক আইনে মামলা দিয়ে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত থাকবে বলে জানান।
Leave a Reply