1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন

টেকনাফে কোস্টগার্ডের জালে প্রায় আড়াই লাখ ইয়াবা

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২৭৯ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে যেন ইয়াবা প্রবেশের জোয়ার এসেছে। গেল কয়েক দিনে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হচ্ছে মরণ নেশা ইয়াবা বড় বড় চালান গেল ৩/৪ দিনের ব্যবধানে বিজিবি, পুলিশ,ডিএনসি সহ আজ টেকনাফে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশনের সদস্যরা মেরিন ড্রাইভ সড়কের হাবিরছরা এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ ৪৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।

(শুক্রবার) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে কোস্টগার্ডের একদল সদস্য আজ ভোর রাতে ওই এলাকায় একটি বিশেষ অভিযান করা হয়। অভিযানকালে কয়েকজন ব্যক্তিকে কাঁধে ব্যাগ নিয়ে আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড তাদের টর্চলাইট ও বাঁশি দিয়ে থামার নির্দেশ দেয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে তারা পাশের ঝাউবনের মধ্যে পালিয়ে যায়।

পরে ব্যাগের ভেতর থেকে দুই লাখ ৪৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকা সমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!