নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সহ এক মাদক কারবারি কে আটক করেছে। ২৯ অগাষ্ট রাতে এক বিষেশ অভিযানে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক কৃত জুবাইর শাহপরীর দ্বীপ ডাংগর পাড়ার বাসীন্দা নাজির হোসনের পুত্র।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানায়, শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির এস আই জায়েদ হাসানের নেন্তৃন্তে ডাংগর পাড়ার ৮ নং ওয়ার্ডের নাজির হোসাইনের পুত্র জুবাইর (২৯) কে ১২শ পিস ইয়াবা সহ আটক করতে সক্ষম হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
ওসি মোঃ হাফিজুর রহমান আরো বলেন, আমরা টেকনাফে কোন প্রকার অপরাধী বা আইন অমান্য কারিকে ছাড় দিচ্ছি না। আমাদে অভিযান অব্যহত আছে ও থাকবে।
Leave a Reply