নাছির উদ্দীন রাজ টেকনাফ
কক্সবাজার টেকনাফে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মাদক কারবারি কে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪০ হাজার। আটক কৃত মাদক কারবারি সৈয়দ হোসনের পুত্র জামাল হোসেন ও ইমান হোসনের পুত্র নুরুল হক।
দুই জনই উনচিপ্রাং ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসীন্দ।
টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল বলেন,
২৯ অগাষ্ট (রবিবার) ভোরে উনচিপ্রাং ও
কুতুপালং রোহিঙ্গা শিবিরে ইয়াবার দেন দরবার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা । তাদের
উপস্থিতি টের পেয়ে দুই রোহিঙ্গা পালাতে চেষ্টা করলে তাদের আটক করে। পরে তাদের জিজ্ঞাসা বাদ করলে ঘটনা স্থল হতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি বস্তা হতে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
উদ্ধার কৃত ইয়াবা ও আটক দুই কারবারি কে আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ।
Leave a Reply