টেকনাফ ৭১ ডেস্ক :
ফরিদুল আলম :
হ্নীলা বাসষ্টেশনের বিসমিল্লাহ মেডিকোর এক কর্মচারী ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। উক্ত কর্মচারীর সাথে এই দোকানের ব্যবসায়িকসহ কোন ধরণের লেন-দেন না করার পাশাপাশি কেউ খোঁজ পেলে নিম্মঠিকানায় অবহিত করার জন্য আহবান জানানো যাচ্ছে।
গত ২৫ আগষ্ট সকাল ১০টারদিকে হ্নীলা ষ্টেশনের জামাল মার্কেটের বিসমিল্লাহ মেডিকোর কর্মচারী ও হ্নীলা আলী আকবর পাড়ার মোক্তার আহমদের পুত্র আবুল মোমেন (সম্রাট) দোকান থেকে নাস্তা খাওয়ার জন্য ৩০টাকা নিয়ে সাদা গেঞ্জি পরিহিত অবস্থায় বের হয়ে এখনো ফিরে আসেনি। এখন তার ব্যবহৃত মুঠোফোন ও এফবি একাউন্ট বন্ধ রয়েছে। তার বাড়ি, স্বজনসহ সম্ভাব্য স্থানে অনেক খোঁজাখুজির পর কোথাও সন্ধান পাওয়া যাচ্ছেনা। তার এই ধরনের কর্মকান্ডে পরিবারসহ সকলে উদ্বিগ্ন অবস্থায় রয়েছে।
উল্লেখ্য, সে নিখোঁজ হওয়ার পূর্বে ফেসবুকে হৃদয়বিদারক স্ট্যাটাস দেওয়ায় তার নিখোঁজ হওয়া নিয়ে জনমনে ক্রিয়া-প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কোন সুহৃদ ব্যক্তি এই কর্মচারীর খোঁজ বা সন্ধান পেলে হ্নীলা মেডিকোর স্বত্তাধিকারী ফিরোজ আহমদ, মুঠোফোননং- ০১৮৫০- ৭৯৭২৭২,মুফিজুর রহমান-০১৮৫৯- ৬৮৪১৬৬ এ যোগাযোগ করে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
Leave a Reply