 
							
							 
                    
মোঃ আরাফাত সানী, টেকনাফ
অবৈধ অস্ত্র ঠেকিয়ে রক্তাক্ত জখম করে ব্যাংক থেকে উত্তলনকৃত ৪ লক্ষ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে একটি অস্ত্রধারী সন্ত্রাসীরা দল।
বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়া বাদির বসতবাড়ি পাশে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সাতঘরিয়া পাড়া এলাকার আব্দুর রহমানের পুত্র কপিল উদ্দীন বাদী হয়ে একই এলাকার মোহাম্মদ হোসেনর ছেলে শামশু উদ্দিন প্রধান আসামি করে আজ সান্ধায় টেকনাফ মডেল থানার পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, কপিল উদ্দীন স্হানীয় একটি ব্যাংক থেকে জমি ক্রয় করার জন্য নগদ ৪ লক্ষ টাকা উত্তোলন করেন। উক্ত টাকা নিয়ে নিজ বাড়িতে আসার পথে উপরোক্ত বিবাদীরা পথ গতিরোধ করে শরীলের বিভিন্ন অংশে মারধর করে ৪ লাখ টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়। এতে কপিল উদ্দীন চিৎকার করলে বিবাদী আয়ুব উদ্দীন কপালে পিস্তল ঠেকিয়ে হুমকি প্রদান করলে বিবাদী শামশুউদ্দীন লম্বা বন্দুক দিয়ে আঘাত করতে থাকে। কপিল উদ্দীন বারি ঠেকাতে চাইলে বাদী সজোরে বন্দুক দিয়ে তার শরীলে নিলাফুলা জখম করে। বিবাদী মোঃ হোসেন ও আব্দুর রহিম বাদীর শরীলের বিভিন্ন অংশে কিল,ঘুষি ও লাতি মেরে মারাত্মক আহত তরে তা শো-র চিৎকারে তার পিতা আব্দুর রহমান ও মাতা মমতাজ বেগম এগিয়ে আসলে বিবাদীরা ক্ষীপ্ত হয়ে তাদেরকে মারধর করে গুরুত্বর জখম করে বিবাদী পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও আহদের আত্নীয়স্বজনেরা এসে তাদের কে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেষে তাদের অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।
বর্তমানে আহত বাদী কপিল উদ্দীন, পিতা আবদুর রহমান ও মামা মমতাজ বেগম কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে বাদী কপিল উদ্দীন সাংবাদিকদের জানান।
এ বিষয়ে আহতরা বিবাদী বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান ও র্যাবের প্রতি বিনিত অনুরোধ জানিয়েছেন।
 
                                         
                                         
                                         
                                        
Leave a Reply