নাইট্যং পাড়া ঘটনা স্থল থেকে ফিরে
কাইছার পারভেজ চৌধুরী,টেকনাফ
টেকনাফের পৌরসভার নাইটং পাড়া এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) ভোরে উত্তর নাইটং পাড়া ফরেস্ট অফিস নে-টং পাহাড় সংলগ্ন এলাকা থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।
টেকনাফ ২-বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল ফয়সল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার হতে একটি বড় ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করবে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিজিবি অবস্থান নিলে এ সময় দুজন দুষ্কৃতিকারী একটি পুটলা নিয়ে আসতে দেখে তাদেরকে ধাওয়া করলে। দুষ্কৃতিকারীরা পুটলা পেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়। উক্ত পুটলাতে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় কাউকে আটক করা সক্ষম হয়নি।
এদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার ভোরে ৬ টার দিকে আমরা মসজিদ থেকে ফজরের নামাজ শেষে বাড়িতে যাওয়া সময় তাৎক্ষণিক ঘটনা স্থল থেকে দু’জন ব্যক্তি নাইট্যং পাড়ার দেখতে পায় এরা হলেন, মৃত শহর মুল্লুকে ছেলে ইমাম হোসেন (৩৬) ও মৃত জলিলের জামাই পুরাতন রোহিঙ্গা হামিদ (৩৫) কে পালিয়ে যেতে দেখি।
এমনকি এরা প্রতিনিয়ত মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে আসে বলে জনশ্রুতিও রয়েছে। উক্ত সিন্ডিকেটে রয়েছে একই এলাকার ফারুক ছেলে চাক্কু, অসু মাঝির ছেলে ফারুক ও সোর্স পরিচয়ে হাবিবুর রহমানের ছেলে রোহিঙ্গা শামসুল আলম প্রকাশ দালান শনসু। এদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই প্রাণনাসের হুমকি দিয়ে থাকে তাই এলাকার কেউ মূখ খোলতে সাহস পায় না।
স্থানীয়রা আরো জানান, এই সিন্ডিকেটর সদস্যদের আইনের আওতায় আনা না গেলে নাইট্যং ইয়াবা অনুপ্রবেশ ও আদম পাচার বন্ধ করা যাবে না।
Leave a Reply