1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎসজীবি দল টেকনাফ পৌর কমিটি অনুমোদন: আহ্বায়ক- মান্নান, সদস্য সচিব- ইসমাইল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ‘মৃত্যুর সড়ক’: ঝরছে প্রাণ, ফাইলবন্দী ৪/৬ লেনের পরিকল্পনা -তামিম আ.লীগের ঝটিকা মিছিলে গেলে ৫ হাজার টাকা, ব্যানার ধরলে ৮ হ্নীলা ইউনিয়নকে আধুনিক মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয়: চেয়ারম্যান প্রার্থী আজিজুল বশির মোহাম্মদ কলাতলীর মিছিলের মামলায় আসামি হলেন কারারুদ্ধ এমপি পুত্র রনি : জড়িত না থাকলে পাবে অব্যাহতি- পুলিশ বাবা ইউনুস সিকদারকে নিয়ে ফারদিন সিকদারের আবেগঘন স্ট‍্যাটাস সৈকতের বালুতটে স্মৃতির আঁচড়ে বন্ধুত্বের রঙিন দিন ইউনুস হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে উত্তাল টেকনাফ : থানা ঘেরাও সেন্টমার্টিন ভ্রমণের নতুন ওয়েবসাইট চালু টেকনাফ ৭১ পরিচয় দিয়ে বিভ্রান্ত সৃষ্টি

টেকনাফে বাড়ির মালিককে জিম্মি করে সন্ত্রাসী কায়দায় ধার নেওয়া টাকা, স্বর্ণ-অলংকার লুটের অভিযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৯ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ

টেকনাফে বাড়ির মালিককে জিম্মি করে ভাড়াটিয়ারা স্বর্ণ অলংকার ও হাওলাতি টাকা না দিয়ে চলে যাওয়ার গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বাড়ির মালিক টেকনাফ পৌর সভার ১নং ওয়ার্ডের নাইট্যং পাড়া আব্দুর রহিমের স্ত্রী খোরশিদা বেগম বাদী হয়ে ভাড়াটিয়া টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মহেশখালীয়া পাড়া এলাকার আবু ছিদ্দিকের পুত্র আরফাত হোসেন ও তার স্ত্রী বর্তমানে অবস্থানরত টেকনাফ পৌর সভার ২নং ওয়ার্ডের পুরাতন পল্লান পাড়ার মনোআরা বেগমকে আসামী করে গত ৮/৯/২০২১ ইং তারিখে টেকনাফ মডেল থানার একটি অভিযোগ দায়ের করেছেন।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০/৭/২০২১ ইং তারিখে বাদীর বসত ঘরের ভিতরে ৪ টি প্রতি মাসে ৮ হাজার টাকা ধার্য করে বিবাদীদের ভাড়া প্রদান করেন। গত ৩০/৭/২০২১ ইং তারিখে ১ নং বিবাদী আরফাত হোসেন দোকানের সালামীর কথা বলে বাদী খুরশিদার কাছ থেকে ১ লাখ টাকা হাওলাদ চাই। নিজের হাতে টাকা থাকায় বাদীর ছেলে নেজাম উদ্দীনের শ্বাশুড়ি আয়েশা খাতুন কাছ থেকে ১ লক্ষ টাকা ধার এনে বিবাদী আরাফাত হোসেনকে তিন’শত স্ট্যাম্পে মূলে প্রদান করেন। উক্ত স্ট্যাম্পে বাদী খুরশিদা তার ছেলে নেজাম উদ্দীন মৌখিক জিম্মাদার ও স্বাক্ষী হিসেবে ছিল। উক্ত টাকা বাদী নিজ জিম্মায় সরল বিশ্বাসে প্রদান করেন। বাদীর স্বামী আব্দুর রহিম সরকারি চাকরিজিবী। গত প্রায় ৯ মাস আগে মোটরসাইকেল সাইকেল নিয়ে কক্সবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছে। সরকারি ভাবে দেওয়া সিএনবি কলনিতে বাদীর স্বামী বসবাস করে। এ পর্যায়ে স্বামী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় থাকে প্রতি মাসে কয়েকবার দেখা শোনার জন্য যেতে হয়। বিবাদী গণ হাওলাতি নেওয়ার ৮ দিন পর বাদী স্বামীকে দেখার বাড়ি থেকে কক্সবাজার চলে যায় এবং সেখানে অবস্থান করে।এরই মধ্যে বাড়িতে ছেলে এবং তার নুর মদিনা বাড়িতে বসবাস করত কিছু দিন গত হওয়ায় পর ২ নং মনোয়ারা বেগম তার আত্মীয়ের বিবাহে যাওয়ার কথা বলে ছেলের স্ত্রী নুর মদিনা হতে দেড় ভরি স্বর্ণের হার,০২ আনা ওজনের একটি আংটি, এক জোড়া আট আনা ওজনের কানের দোল যার সর্বমোট বাজার মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা।

১ ও ২ নং বিবাদীরা তাদের আত্মীয়ের বিবাহ থেকে আসার পর বাদির পুত্র বধু নুর মদিনা স্বর্ণ-অলংকার ফেরত চাইলে ২ নং বিবাদী তার বোনের কাছে রেখেছে দুই পর অনে দেবে বলে নানা অজুহাত দেখায়। কিন্তু পুত্র বধু নুর মদিনা উক্ত বিষয় টি ভয়ে বাদীকে বলেনি তারই ধারাবাহিকতায় গত ৬/৯/২০২১ ইং তারিখে ১ ও ২ নং বিবাদী অজ্ঞাত নামা ৫-৬ জন সন্ত্রাসী নিয়ে বাদীর অনুপস্থিতিতে ভাড়া রোমে থাকা ফার্ণিচার সহ সকল আসবাবপত্র নিয়ে চলে যাওয়ার সময় বাদীর ছেলে নেজাম, পুত্র বধু নুর মদিনা বাধা প্রদান করলে বিবাদী ও তাদের সন্ত্রাসীরা তাদেরকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ভাবে নিলা-ফুলা জখম করে হাওলাতী টাকা ও স্বর্ণ -অলংকার না দিয়ে চলে যায়।

এ ঘটনা বাদী জানার পর গত ০৮/০৯/২০২১ ইং তারিখে কক্সবাজার হতে টেকনাফে বাড়িতে এসে বিবাদীদের মোবাইল ফোনে যোগাযোগ করলে বিবাদীগণ ক্ষীপ্ত হয়ে বাদী ও বাদীর ছেলেকে অপহরণ ও ঘুম করবে বলে হুমকি প্রদান করেন। বর্তমানে ১ নং বিবাদী ২ নং বিবাদীর মায়ের বাড়িতে রয়েছে। এদেরকে আইনের আওতায় এনে হাওলাতী টাকা ও স্বর্ণ -অলংকার উদ্ধার করে দেওয়ার জন্য বাদী স্থানীয় প্রশাসন, টেকনাফ মডেল থানার ওসি ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!