নাছির উদ্দীন রাজ, টেকনাফ
প্রধান মন্ত্রীর মূখ্য সচিব ড.আহমদ কায়কাউস কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল সাবরাং ও জালিয়ার দ্বীপ নাফ ট্যুরিজম পার্কের চলমান প্রকল্প গুলোর কার্যক্রম পরিদর্শন করেছেন। পাশাপাশি পার্কে দুইটি গাছের চারা রোপন করেছেন। ২৭ সেপ্টেম্বর ( সোমবার) সকালে প্রধান মন্ত্রীর মূখ্য সচিব ড.আহমদ কায়কাউস এর নেতৃন্তে একটি প্রতিনিধি দল সাবরাং ট্যুরিজম এলাকায় পৌছলে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ চৌধুরী আগত প্রতিনিধি দল কে ফুল দিয়ে স্বাগত জানান। প্রধান অতিথি প্রধান মন্ত্রীর মূখ্য সচিব চলমান প্রকল্প গুলো পরিদর্শন করেছেন। প্রকল্প বিষয়ে বেজার উর্ধতন কর্তৃপক্ষ এ বিষয়ে অবহিত করেন। তিনি কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় বেজা, বিদ্যুৎ, পর্যটন, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপদ বিভাগের উর্ধতন কর্তৃপক্ষ ও জেলা উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
Leave a Reply