মোঃ আরাফাত সানী, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে পৌরসভা এলাকায় র্যাব অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
২৯ সেপ্টেম্বর সকালে এ তথ্য নিশ্চিত করেন র্যাবের সিঃ সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মােহাম্মদ শেখ সাদী জানান, গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী টেকনাফ পৌরসভাস্থ মেসার্স জাহেদ অটোগ্যাস ফিলিং স্টেশন এর সামনে হতে শাহপরীর দ্বীপ গামী পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস টীম বুধবার রাতে অভিযান পরিচালনা করে সাবরাং ইউনিয়নের ২ নং ওয়ার্ড আলীর ডেইল এলাকার মোঃ তৈয়ব এর পুত্র শওকত উসমান (২৩) কে আটকের পর উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে ৭ হাজার ৩’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply