নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অর্ধ লক্ষ টাকার বিদেশি বিয়ার উদ্ধার করেছে । এ সময় আটক করা হয়ে এক কারবারি কে। ৪ অক্টোবর (সোমবার) সকালে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যম কে জানান,
টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার ফরিদ আলমের পুত্র মামুন রশিদ (২৩) ক্রয় বিক্রয়ের জন্য ১০৫ ক্যান বিদেশি বিয়ার প্রস্তুুত রেখেছে সংবাদে অভিযানে যায় পুলিশ। পরে ঘটনা স্থল হতে মামুন রশিদ কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাহার স্বীকারোক্তি মতে বসত বাড়ির পেছনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি বস্তা হতে বিদেশি বিয়ার গুলি উদ্ধার করে । যাহার আনুমানিক মূল্য ৫২ হাজার পাঁচ শত টাকা বলে জানিয়েছে।
আটক আসামি ও উদ্ধার কৃত মালামাল আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ।
Leave a Reply