সংবাদ দাতা,
কক্সবাজার টেকনাফ সদর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের মাঠ পাড়ার মৃত মুসলিম উদ্দীনের মেয়ে নুরুস ছফা (২৫) বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। যাহার মধ্যে বিবাদী করা হয়েছে অন্তত ৮ জন কে। অভিযোগে তিনি বলেন, গত ২ অক্টোবর রাতে আমার বাড়ির পশ্চিম পাশে ইমাম হোসেন প্রকাশ ভুলোর বাড়িতে শোর চিৎকার হচ্ছে শুনে আমি ও আমার মা কুলসুমা বেগম গিয়ে দেখি ইমাম হোসেনের বাড়ি হতে কয়েক জন লোক তাহাদের বাড়ির আসবাবপত্র, স্বর্ণ, টাকা লোট করে নিয়ে যাচ্ছিল। এমন সময় আমি দেখে ফেলায় লোট কারিরা আমাকে মারধর করে ও ৯ আনা ওজনের এক জোড়া কানের ধুল নিয়ে যায়, যাহার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। পরে আমি কোন উপায় না দেখে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন যাহার মধ্যে সিরাজের পুত্র নুরুল আলম (২৫) আজিজুর রহমানের পুত্র ওমর ফারুক (২৫) কামাল হোছন (২৯) আবু সিদ্দিক (২১) রশিদের পুত্র মুফিজ (২৩)বাবুল (৩১) রফিক (২৮) পিতা অজ্ঞাত করে আসামি করেছি। অভিযোগের প্রক্ষিতে পুলিশ বিবাদীদের বাড়িতে তদন্ত করতে গেলে তাহারা অর্ধেক না আসতেই উক্ত বিবাদীরা পুনরায় আমাদের উপর হামলা চালায়। শুধু তা নয় প্রতিনিয়ত আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। যা আমাদের মামলা তদন্ত কারি কর্মকর্তা তোফায়েল ও অবগত আছেন। এ বিষয়ে স্থানীয় গণ্য মাণ্য ব্যক্তি বর্গ ও আইন শৃঙ্খলা বাহিনীর জোর হস্তক্ষেপ কামনা করছি, যাতে সঠিক তদন্তের মাধ্যমে উক্ত অপরাধীরা আইনের আওতায় এসে বিচারের মুখোমুখি হয়।
এ বিষয়ে পুলিশ বলছে, তাদের মারধরের অভিযোগে থানায় লিখিত আবেদন করেছে ভোক্ত ভোগী পরিবার, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে ।
Leave a Reply