আবুল কালাম আজাদ, টেকনাফ
করোনায় ঝড়ে পড়া শিক্ষার্থীদের প্রতিষ্ঠান মুখি করার কোন উদ্যোগ নেয় টেকনাফে। ফলে এতদ অঞ্চলে শিক্ষার হার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। গত ১৭মাস থেকে টানা ছুটির পর গত ১২ সেপ্টেম্বর সমগ্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়।
বন্ধ কালিন সময়ে প্রাথমিক স্থর হতে আরম্ভ করে উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীরা ঝড়ে পড়েছে। গত ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলেও ঝড়ে পড়া শিক্ষার্থীদের কে প্রতিষ্ঠান মুখি করার কোন উদ্যোগ নেয় টেকনাফ উপজেলায়।
বলেছেন এলাকার সচেতন মহল ও অভিভাবক সমাজ। নভেম্বর ও ডিসেম্বর দু মাস শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ-ই মাস গুলোর মধ্যে সারা বছরের পাঠ পরিক্রমা মূল্যায়ন করে পরবর্তি শ্রেণিতে উঠার সুযোগ করে দেওয়া হয়।
কিন্তু প্রতিষ্ঠান খোলার দু মাস গত হতে চললেও এ পর্যন্ত দু তৃতীয়াংশ শিক্ষার্থী প্রতিষ্ঠান গামী হয়নি। ফলে তাদের অদুর ভবিষৎ লেখা পড়া অনিশ্চিত হওয়ার সম্ভবনা রইছে।
এ-ই বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ ভুমিকের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে মোবাইল সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Leave a Reply