নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফ রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে একরাম হাসান (প্রকাশ মাস্টার একরাম) (২৩) নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ১৬ এপিবিএন পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে একটি দেশীয় অগ্নি অস্ত্র। ২০ অক্টোবর ( বুধবার) গভীর রাতে ২১নং ক্যাম্পের চাকমারকুল থেকে তাকে আটক করা হয়।
১৬ এপিবিএন সূত্র জানিয়েছে, চাকমারকুল
বি, ব্লকের সাব ব্লক, বি/৭ এর কাশেমের ৪০১নং ঘর এবং রশিদের ৪২১নং ঘরের সামনে ৮/১০ জন রোহিঙ্গা সন্ত্রাসী অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় ১৬ এপিবিএন এর পুলিশ সদস্যরা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮/১০ জন সন্ত্রাসী দৌড়ে পালিয়ে গেলেও তাদের ধাওয়া করে রোহিঙ্গা সন্ত্রাসী একরাম হাসানকে আটক করে এপিবিএন পুলিশ। পরে তাকে তল্লাশি করে একটি দেশীয় তৈরী (এলজি) সহ আটক করে। আটক একরাম হাসান টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প-২১ (চাকমারকুল) ঘর নং-২৪৭, ব্লক-এ/২ (পুরাতন-জি/২) এর মৃত মোঃ ইউসুফের পুত্র।
জিজ্ঞাসাবাদে সে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা) গ্রুপের সক্রিয় সদস্য ও ক্যাম্প লিডার বলে স্বীকার করেন জানায় ১৬ এপিবিএন পুলিশ। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একাধিক মামলা ও রয়েছে বলে জানা যায়।
১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক বলেন, গ্রেফতারকৃত রোহিঙ্গা আসামিকে অস্ত্র সহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply