মাহবুবর রহমান, টেকনাফ ৭১
বিশ্ব খাদ্য সংস্থা (ডাব্লিউও এফ পি) এর আর্থিক এবং একসেন্ট এগেইনস্ট হাঙ্গার (এ,সি,এফ) এর কারিগরি সহযোগিতায় পরিচালিত আই,এম,সি,এন এন্ড সিম্যাম প্রোগ্রাম এর আওতায় সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (শেড) এনজিও সংস্থা কতৃক টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮০ জন ছাত্রীর মাঝে স্কুল ব্যাগ,ওয়াটার পট বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বিষয় অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:টিটু চন্দ্র শীল টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী রানী শর্মা এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি ফর। হেলথ এক্সটেনশন এন্ড।ডেভেলপমেন্ট(শেড) এনজিও সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ উমরাহ প্রধান সমন্বয়ক হিসেবে টেকনিক্যাল কো অডিনেটর (আই,এম,সি,এন এন্ড সিম্যাম) আারো ছিলেন মোহাম্মদ ইসমাইল, এইচ আার ম্যানেজার (শেড) মোহাম্মদ হুমায়ুন কবির (এস,পি,ও) এসি,এফ ,ফাইন্যান্স অফিসার জনব,মাহবুবুর রহমান (আই,এম,সি,এন এন্ড সিম্যাম)এবং সঞ্চালনায় ছিলেন জানব,জসিম উদ্দিন আউটরিচ সুপারভাইজার (আই,এম,সি,এন এন্ড সিম্যাম)
প্রধান অতিথি বলেন, স্কুলের পড়ালেখা মান উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন সব কিছু করা হবে।কোন ধরনের সমাস্যা হলে তা সমাধানের আশ্বাস দেন
বিশেষ অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী বলেন স্কুলে যাওয়া আসার পথে কোন ধরনের ইভটিজিং এর শিকার হলে সাথে সাথে ব্যবস্হা নেওয়ার আশ্বাস দেন।এবং পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন।
প্রধান আলোচকের আলোচনায় শেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ উমরা বলেন,এই উপজেলায় শিক্ষার মান উন্নয়নে শেড কতৃক যা যা করার দরকার সবই করবেন। এই পিছিয়ে পড়া উপজেলার শিক্ষার মানকে উন্নতি করতে সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply