নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফের ৮টি রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১৬ এপিবিএন পুলিশ অক্টোবর মাসে ০৫ টি এলজি, ৪টি একনলা বন্দুক, ১৪ টি রামদা/ক্রিরিচ উদ্ধার সহ ২২ জন কে গ্রেফতার করে ১২ টি মামলা মামলা দায়ের করেছেন। অপর দিকে রোহিঙ্গা অপহরণ কারিদের হাত থেকে ১৪ জন ভিকটিম উদ্ধার ৭ আসামি কে আটক করে ০৫ টি মামলা রুজু করেছে।
ধর্ষণের অভিযোগে ০২ টি মামলায় ২ জন কে আটক করা হয়েছে।
মাদক উদ্ধার অভিযানে ০৫টি মামলায় ১০ জন কে আটক করে ০২ হাজার ২০৪ পিচ ইয়াবা ও ৩২ লিটার দেশিয় চোলাই মদ জব্দ করা হয়। অন্যান্য ১১টি মামলায় ১৯ জন গ্রেফতার করা হয়েছে।
দুপুরে গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন ক্যাম্পের এ এসপি তারিকুল ইসলাম।
তিনি আরো জানিয়েছেন গ্রেফতারকৃত আসামিদের মধ্যে কথিত আরসা/আল-ইয়াকিন গ্রুপের সক্রিয় সদস্য-০৮ জন গ্রেফতার রয়েছে।
জীবন রক্ষায় পালিয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়ার পর থেকে খুন, গুম ও অপহরণ এবং বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অস্ত্র প্রদর্শন করে সাধারণ রোহিঙ্গাদের ভয়-ভীতি দেখিয়ে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটাত। তাই নিরাপত্তা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এপিবিএন পুলিশ মোতায়ন করলে তাহারা সাঁড়াশি অভিযান পরিচালনা করে উপরে উল্লেখিত সফলতা অর্জন করেন।
Leave a Reply