নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফে র্যার্ব -১৫ সিপিসি -১ অভিযান চালিয়ে ইয়াবা সহ এক যুবক কে আটক করেছে বলে জানাগেছে। এ সময় তাহার কাছ থেকে ৯ হাজার ৭০০পিস ইয়াবাও উদ্ধার করা হয়। তবে পাচার কাজে জড়িত সিএনজি গাড়িটি জব্দ করা হয়েছে।
র্যার্ব জানায়,
মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ কর্মকারের নেন্তৃন্তে অভিযান চালিয়ে টেকনাফ পৌর সভার বরইতলি চেকপোস্ট এলাকা হতে ৯ হাজার ৭০০ পিস ইয়াবা সহ মোঃ ইউনুস (১৯) নামের এক মাদক কারবারি কে আটক করা হয়।
আটক আসামি কে আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
Leave a Reply