নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
আসন্ন টেকনাফ পৌর সভা নির্বাচনে বিশিষ্ট দানবীর এজাহার মিয়া কোম্পানির সন্তান ও সাবেক এমপি আব্দুরহমান বদির ছোট ভাই আব্দুস শুক্কুর সিআইপির পক্ষে নির্বাচনি প্রচারনা চালাবেন বলে জানিয়েছেন টেকনাফ পৌর শ্রমিক লীগের টেকনাফ পৌর সভার আওতাধীন ৬ নং ওয়ার্ড সভাপতি ও ৬নং পৌর আওয়ামী লীগের সদস্য সাইফুল আলম।
বৃহস্পতিবার বিকালে (১৮ নভেম্বর) টেকনাফ উপজেলা নির্বাচন কার্যালয়ে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশি হিসেবে নির্বাচনি ফরম সংগ্রহ করতে আসলে তাহার সাথে শুভেচ্ছা বিনীময় করে এ সব কথা জানান ৬নং ওয়ার্ড শ্রমীক লীগ নেতা সাইফুল।
আগামীতে টেকনাফ ৬নং পৌর শ্রমীক লীগ সহ সকল তরুণ প্রজন্ম কে সাথে নিয় আব্দুস শুক্কুর সিআইপির পক্ষে বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত কাজ করবে বলে জানান।
Leave a Reply