মোঃ আরাফাত সানী ::কক্সবাজারের সীমান্ত ও রোহিঙ্গা অধ্যুষিত উপজেলা টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। র্যাব জানান, এরা চিহ্নিত রোহিঙ্গা ডাকাত সরদার ও মাদক কারবারি।
শুক্রবার (২৬ নভেম্বর) ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পাহাড়ি এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে র্যাব।
বন্দুকযুদ্ধের বিষয়ে কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, শুক্রবার ভোররাতে মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাত দল দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় র্যাব। র্যাবের অভিযান টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে ডাকাত সরদার ও মাদক ব্যবসায়ী কেফায়েত উল্লাহ ও কোরবান আলী প্রকাশ ওরফে আঙ্গুল কাটা শফিকেরর মরদেহ পাওয়া যায়। পরে ঘটনাস্থল তল্লাসি করে ২০ হাজার ইয়াবা, দুইটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
টেকনাফ থানার পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply