নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজারের রামুতে ‘অপহরণ হওয়া’ সেই চার স্কুলছাত্রের মধ্যে তিন জন উদ্ধার হয়েছে বলে জানাগেছে। তবে শুক্রবার সন্ধ্যার দিকে টেকনাফের নয়াপাড়ার শালবন পাহাড় থেকে মোহাম্মদ কায়সার নামে একজনকে উদ্ধার করেছে র্যাব। বিষয়টি বিভিন্ন গনমাধ্যম কে
নিশ্চিত করেছে র্যাব-১৫-এর হোয়াইক্যাং ক্যাম্পের ইনচার্জ মেজর ফারাবি বলে জানাগেছে। এ সময় তাদের অপহরণকারী দলের একজনকেও আটক করেছে র্যাব।
অপর দিকে আব্দুস সালামের পুত্র
জাহিদুল ইসলাম মামুন ও মোঃ আলমের পুত্র
মিজানুর রহমান নয়ন কে উদ্ধার ১৬ এপিবিএন পুলিশ উদ্ধার করেছে বলে গণ মাধ্যম কে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম। তাদের দেয়া তথ্য অনুযায়ী বাকি এক কে উদ্ধারের চেষ্টা চলছে।
এর আগে অপহরণের অভিযোগে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে শুক্রবার ভোরে তিন রোহিঙ্গাকে আটক করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
গত বুধবার রাতে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেচারদ্বীপের মংলা পাড়া এলাকার মোহাম্মদ কায়সার, মিজানুর রহমান নয়ন, জাহেদুল ইসলাম ও মিজানুর রহমান নিখোঁজের অভিযোগ করেন স্বজনরা।
Leave a Reply