সংবাদ দাতা, টেকনাফ।
কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে মালিকের নামে থানায় অভিযোগ দায়ের অভিযোগ উঠেছে। ঘটনা জানার পরে পাওনা টাকার মালিকেরা ও নাজমুল, কাদির হোসেন সহ ৫ জনকে বিবাদী করে টেকনাফ মডেল থানায় পাল্টা অভিযোগ করেছে বলে জানিয়েছেন মুফিদুল আলম।
তাদের দেয়া ঐ লিখিত আবেদন সুত্রে জানা যায়, দক্ষিন লেদার কাদির হোসেনের পুত্র নাজমুলের টাকা প্রয়োজন হলে জাফর আলমের পুত্র ছৈয়দ আবছারের কাছ থেকে ব্যবসা করার নিমিত্তে
স্টাস্প করে গত ১১/১১/২১ইং ( কাগজ করে) ২ লাখ ১০ হাজার টাকা ধার নেয়। কিন্তুু সময় মত তা পরিশোধ না করলে ঐ পাওনা টাকা চাইতে নাজমুলের বাড়িতে যায় আবছার। পরে ৮/১২/২১ ইং আবছার কে ৫০ হাজার টাকা দিবে বলে বাড়িতে ডেকে টাকার পরিবর্তে উল্টো আমাকে ও আমার স্টাম্পের ১ নং সাক্ষী মুফিজ আলম কে বেধড়ক মারধর করে। এখন ঐ পাওনা টাকা না দেয়ার জন্য উল্টো আমরা তাকে আঘাত করেছি বলে থানায় আমাদের বিরুদ্ধে অভিযোগ করেন নাজমুল। সুতেরাং আমরা যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা বের করে তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে মুফিজ আলম জানান, আমাকে আমার ভাতিজা আবছার সাক্ষি স্টাম্পের হিসেবে লেদা নাজমুলের বাড়িতে টাকার জন্য নিয়ে যায়। পরে দেখি কিছু বুঝে উটার আগেই নাজমুল আমাকে শরীরের বিভিন্ন আংশে আঘাত করেন। পরে আমি স্থানিয় হাসপাতালে চিকিৎসা করি।
Leave a Reply