মোঃ আরাফাত সানী, টেকনাফ
‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এ প্রতিপাদ্যেকে সামনে রেখে টেকনাফ উপজেলায় জাতীয় ভোটার দিবস ২০২২ পালিত হয়েছে।উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বুধবার (২ই মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের শহীদ মিনারের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে আলোচনা সভার মিলিত হয়।
সভায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পারভেজ চৌধুরী’র সভাপতিত্বে, একাডেমির সুপার ভাইজার নুরুল আবছারের সঞ্চালনায়,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ বেদারুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, সকল ভোটারদের সচেতনতা বৃষ্টির প্রয়োজন এবং ভোটার হওয়ার সকল শিক্ষার্থীদের সনদ পত্রের নামের সাথে মিল রেখে ভোটার হওয়ার আহ্বান। ১৮ বছর হওয়া মাত্রই সকলের ভোটার হওয়া উচিত। ভোটার হওয়ার মাধ্যমে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করা যায়। আমরা ভোটাধিকার রক্ষার জন্য দায়িত্ব পালন করছি। ভোটাধিকার রক্ষায় নানান জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সিঃ মৎস্য অফিসার দেলোয়ার হোসেন, কৃষি ডঃ ভব সিন্ধু রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার আনন্দময় ভূমিক, প্রাথমিক শিক্ষা অফিসার এমদাদ হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিনিধি ও সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply