নাছির উদ্দীন রাজ, আরাফ সানি, টেকনাফ।
দির্ঘদিন মিয়ানমার জেলে বন্দি থাকার পর ৬ বাংলাদেশীকে ফেরত দিল মিয়ানমার সরকার। ফেরত বাংলাদেশীরা হলেন, টেকনাফ বাহার ছড়া নোয়াখালী পাড়ার আবদু ছোবাহানের ছেলে আব্দুর রহমান, একই এলাকার জাফর আহমদের ছেলে কেফায়েত উল্লাহ, নুর আহমদের ছেলে হামিদ উল্লাহ, হোছন আলীর পুত্র মুহাম্মদ তৈয়ুব, মোহাম্মদ ছফরের পুত্র আব্দুর রশিদ, আবু তালেবের পুত্র মোহাম্মদ মামুন।
বুধবার (৯মার্চ) সন্ধায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, গত ১ ফেব্রুয়ারি ৬ বাংলাদেশী জেলে ইঞ্জিন চালিত নৌকা যোগে সমূদ্রে মাছ ধরতে গেলে বোটের ইঞ্জিন নষ্ট হয়ে তারা মিয়ানমার সমুদ্র উপকূলে চলে যায়। পরবর্তীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)তাদের আটক করে সে দেশের জেলে বন্দি রাখে। বিষয় টি বিজিবি অবহিত হওয়ার পর বিজিবি-বিজিপির সাথে যোগাযোগের মাধ্যমে এবং সিতওয়ে, মিয়ানমার এ অবস্থিত বাংলাদেশ মিশনের সহায়তায় দীর্ঘ ৩৭দিন প্রচেষ্টার পর বুধবার (৯মার্চ)উক্ত জেলেদের ফেরত আনা সম্ভব হয়।
আইনি প্রক্রিয়া শেষে তাদের কে স্থানীয় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
Leave a Reply