মোঃ আরাফাত সানি,টেকনাফ
তিন বছরের সাজা এড়াতে দীর্ঘ ১০ বছর ধরে পালিয়ে থাকার পর অবশেষে টেকনাফ মডেল থানা পুলিশের জালে ধরা পড়েছেন মোঃ আবুল কাশেম নামের এক পলাতক আসামি।
আজ সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, শুক্রবার (১৮ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হোসাইন আহমেদ, এএসআই নাজির হোসেন নেতৃত্বে একদল পুলিশ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে ২টি মামলার ৩বছরের সাজা প্রাপ্ত মৃত এজাহার মিয়ার ছেলে মোঃ আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়।
ওসি হাফিজুর রহমান আরও জানান, জি আর নং-৩০/২০০৯ ও জি আর নং-০৪/২০১২ (মাদকদ্রব্য) এই দু’টি মামলার ৩ বছরের সাজা প্রাপ্ত আসামী কাশেম কে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে দীর্ঘ ১০ বৎসর পূর্বে জেল হতে জামিন লাভ করে। এরপর সে মামলার ঘটনা আড়াল করার জন্য দমদমিয়া মাজারের খাদেম সেজে, লম্বা চুল ও দাড়ি রেখে দেয়। ছদ্মবেশ ধারণ করেছিলেন। সাজা প্রাপ্ত আসামিকে কারাগারে প্রেরণ করা হবে।
Leave a Reply