বার্তা পরিবেশক,
কক্সবাজার টেকনাফ শাহ্পরীর দ্বীপে বাজার পাড়া এলাকায় বসবাসরত জলাল আহমেদ ছেলে রোহিঙ্গা জামাল হোসেন পবিত্র রমজান মাসে মসজিদে সামনে জোয়া না খেলতে নিষেধ করায় কোস্ট গার্ডকে ভূল তথ্য দিয়ে স্থানীয়দের মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীরা।
এ বিষয়ে একই এলাকার স্থানীয় যুবক মোহাম্মদ ইদ্রিসের পুত্র নাছির বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সুত্রে জানা যায়,রবিবার ৩ এপ্রিল শাহ্পরীর দ্বীপ পুরাতন বাজারের মসজিদের সামনে জোয়া খেলিলে জামালসহ একদল বকাটে লোক তখন স্থানীয় লোকজন এতে বাধা প্রদান করলে অভিযুক্ত জামাল ক্ষিপ্ত হয়ে মিথ্যা বানোয়াট তথ্য দেয় কোস্ট গার্ডকে। এর প্রেক্ষিতে সঠিক সমাধানের আশায় কোস্টগার্ড অফিসে গেলে তাদেরকে মারধর করে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
এতে আরও উল্লেখ করেন যে,অভিযুক্ত রোহিঙ্গা জামাল দীর্ঘদিন ধরে কোস্টগার্ডের ভয় দেখিয়ে স্থানিয়দের বিভিন্নভাবে হুমকি ধমকি ও হয়রানি করে আসছিলেন। পবিত্র রমজান মাসে রোজাদারদেকে এভাবে মারধর করায় ক্ষোভ প্রকাশ করেন স্থানিয়ারা এবং এর সঠিক তদন্ত সাপেক্ষে সুস্থ বিচার দাবী করেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জামাল সাংবাদিকদের জানান, আমার বাবাকে মারধর করেছে।যেহেতু আমি কোস্ট গার্ডের অধীনে চাকরি করি সেহেতু আমি তাদেরকে বিষয়টি অবগত করেছি। আমার অভিযোগের প্রেক্ষিতে বাবার উপর হামলাকারীরা কোস্ট গার্ড অফিসে আসে,এর পর আমি কিছু জানিনা।
এ বিষয়ে মুঠোফোন যোগাযোগ করা হলে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরে আলম জানান, মসজিদে সামনে জুয়া খেলা নিয়ে সংগঠিত ঘটনা বিষয়ে একটি অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত চলছে। তবে কোস্টগার্ডের মারধরের বিষয়টি আমরা অবগত নয়।
এ বিষয়ে টেকনাফ কোস্টগার্ড ষ্টেশান কমান্ডারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমি অবগত নয়,তবে বিষয়টি আমি খতিয়ে দেখতেছি।
Leave a Reply