নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফে পৃথক অভিযানে ২কেজি ১১৯গ্রাস আইস (ক্রিস্টাল মেথ) ও ১১৮ বোতল বার্মিজ মদ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
যাহার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ৬১লক্ষ ২৭ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।
টেকনাফ ২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিঙপ্তিতে জানান,
সোমবার (২৩ মে) রাত আড়াইটার দিকে
শাহপরীর দ্বীপ ইউপির বেড়িবাঁধ দিয়ে মিয়ানমার হতে মাদকের একটি চালান অনুপ্রবেশের খবর পেয়ে ওই এলাকায় কৌশল গত অবস্থান নেয় বিজিবি। এ সময় কয়েক জন লোক নাফ নদী পার হয়ে বস্তা কাধেঁ বেড়িবাঁধের দিকে আসতে দেখে থামার সংকেত দিলে বিজিবির উপস্থিত আচকরতে পেরে সাথে থাকা বস্তা ফেলে পালিয়ে গেলে ধাওয়া করেও আটক করতে সক্ষম হয়নি।পরে বস্তা তল্লাশি করে ১কেজি ৬৩ গ্রাম আই ও ১১৮ বোতল বার্মিজ মদ উদ্ধার করে বিজিবি।
অপরদিকে ভোর সাড়ে তিনটার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার কামালের জোড়া নামক এলাকা দিয়ে মিয়ানমার হতে মাদকের আরেক টি চালান প্রবেশের সময় বিজিবির ধাওয়ার মুখে কয়েক টি পুটলা ফেলে পালিয়ে যায়। পরে তা উদ্ধার করে তল্লাশি করলে ১কেজি ৫৬ গ্রাম আইস পাওয়া যায়।
তিনি আরো জানান, জব্দ কৃত মালামাল পরবর্তীতে বিনষ্ট করার জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে।
Leave a Reply