সংবাদদাতা,
বিটা-ওয়াই-মুভস প্রকল্পের আওতায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে কৈশোর বান্ধব সেবা উন্নয়নের লক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্য্যালয়ে বাই এ্যানুয়েল কন্সালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৮ মে সকাল এগারোটায় বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্ট এর বাস্তবায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তা এবং সিডার অর্থায়নে জেলা পরিবার পরিকল্পনা কর্যালয়ে ওয়াই- মুভস প্রকল্পের আওতায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্রে গুলোর যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা কিশোর কিশোরদের এ সেবা কেন্দ্রগুলো হতে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা সমুহে প্রবেশাধিকার বৃদ্ধি এবং শিখনলব্ধ জ্ঞান হতে সরকার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্র বৃদ্ধি করার লক্ষ্যে বাহারছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সেবা দাতা ও গ্রহিতার উপর একটি জরিপ কার্যক্রম চালানো হয়, উক্ত প্রতিবেদনের উপর জেলা এ্যাডমিনিস্ট্রেশন এর সাথে দ্বি-বার্ষিক পরামর্শক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবু শ্রুতিপূর্ণ চাকমা, সভাপতিত্বে ছিলেন হারুনর রশিদ ম্যানেজার, বিটা,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কাদের ইউএইচএফপি ভারপ্রাপ্ত সেকমো বাবু রুপন কুমার সুশীল,এফডবলিউভি মিতা বড়ুয়া,সাংবাদিক দিদারুল আলম,এনসিটিএফ সভাপতি আব্দুল করিম, ও সাধারণ সদস্য, অভিভাবক প্রমুখ,প্রতিবেদনের উপর উপস্থিত সকলে বলেন সবাই সহযোগিতার হাত বাড়লে মানুষের উপকারে আসে এমন কাজ করা সহজ হবে।পরে কিছু বিষয়ে দ্রুত সমাধানের উদ্দেগ গ্রহণ করা হয়। যার মধ্যে বিশুদ্ধ পানির জন্য নলকূপের ব্যবস্থাকরণ উল্লেখযোগ্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রকল্প কর্মকর্তা সুব্রত রায় ওয়াই মুভস বিটা।
Leave a Reply