বার্তা পরিবেশক
একটাই পৃথিবী, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” প্রতিপাদ্যে নিয়ে সীমান্তজনপদ টেকনাফ উপজেলায় গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টের উদ্যোগে আলোচনা,বর্ণাঢ্য র্যালী, বৃক্ষরোপন, চারা বিতরণের মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
৫ জুন (রবিবার) বিকেল ৩ টায় হ্নীলা দরগা’স্থ নাফ ফিলিং স্টেশনের ২য় তলায় টেকনাফ উপজেলা গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট এর অস্থায়ী কার্যলয়ে উপজেলা সভাপতি তারেক মাহমুদ রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিনে সঞ্চলনায় আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট টেকনাফ সদর ইউনিয়ন শাখার সভাপতি কলিম উল্লাহ,সাদেক আয়ান
হোয়াইক্যং ইউনিয়ন শাখার সভাপতি ইসমাইল আরমান সাধারণ সম্পাদক শাহিদ উল্লাহ
হ্নীলা ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ নাছির সাধারণ সম্পাদক নুরুল আবসার আহম্মেদ জয়,যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রাজু প্রমুখ।
উক্ত আলোচনা সভায় বক্তারা পরিবেশ রক্ষায় সবসময় সোচ্চার থেকে মানুষকে সচেতন করা এবং পরিবেশ বিপর্যয়ের হাত থেকে দেশ বাঁচাতে সজাগ থাকার আহবান জানান।
আলোচনা সভা শেষে একটি র্যালি হ্নীলা স্টেশনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরবর্তীতে বিভিন্ন স্থানে ফলজ,বনজ বৃক্ষরোপন করা।
শেষে উপস্থিত সংগঠনের নেতা কর্মী ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়।
Leave a Reply