নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফের হ্নীলা বাজারে অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা সহ আবু সৈয়দ (২৫) নামের এক মাদক কারবারি কে আটক করেছে র্যাব-১৫। সে হ্নীলা ফুলেরডেইল ৩নং ওয়ার্ডের নুরুল কবিরের ছেলে।
বৃহস্পতিবার (৯ জুন) রাত তিনটার দিকে হ্নীলা স্টেশনের যাত্রী ছাউনী হতে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন, সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিঙপ্তিতে জানান,
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী হ্নীলা ইউপিস্থ বাজার সংলগ্ন যাত্রী ছাউনীর সামনে মাদকদ্রব্য বিক্রয় বা অন্যত্র পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর আভিযানিক দল ঘটনা স্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা একজন কে ধরতে পারলেও অন্যরা পালিয়ে যায়।পরে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করলে, মৃত ইমাম শরীফের ছেলে সোনা মিয়া (৩২)ও রোহিঙ্গা আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ রফিক প্রকাশ বারমাইয়া রফিক (৩৫) পালিয়ে বলে স্বীকার করে।
তিনি আরো জানান,
গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। তবে পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
Leave a Reply