নিজস্ব প্রতিবেদক,
কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউপির মুছনি নয়াপাড়ার স্থানীয় বাসিন্দা কবির আহমদ প্রকাশ মিড়া কবিরের ছেলে জসিম উদ্দিন ও একই এলাকার আবু শামার ছেলে মোহাম্মদ তারেক দীর্ঘদিন থেকে পল্লী বিদ্যুতের দুইটি মিটার থেকে প্রায় ৫০ টি রোহিঙ্গাদের বাড়িতে অবৈধভাবে পার্শ্ব সংযোগ দিয়ে আসছে।স্থানীয় এক বাসিন্দা জানায়,নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প ই-২৬ ব্লক ৫ এর আশপাশের দোকান,টমটম চার্জিং গ্যারেজ ও বসত বাড়িতে এই অবৈধ সাইড কানেকশন দিয়ে রোহিঙ্গাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
এ অবৈধ সংযোগগুলো অল্পমূল্যের তার ও বাশঁ দিয়ে খোলামেলাভাবে টানা হয়েছে তাই বর্ষা মৌসুমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বড় ধরনের দূর্ঘটনা হবার আশংকা রয়েছে বলে জানায় একধিক স্থানীয় লোকজন।
তিনি আরও জানান, এ অবৈধ সংযোগের বিষয়টি টেকনাফ পল্লী বিদ্যুৎ অফিসে জানালেও এখনও কোন প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি।
এ নিয়ে অনেক আতঙ্কে রয়েছে আশপাশের প্রায় ৫’শ পরিবার।আগামী বর্ষার আগে এ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাল জোর দাবী জানিয়ে কথিত এ দুই দালাল জসীম উদ্দিন ও তারেককে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন।
এ বিষয়ে মুঠোফোনে টেকনাফ পল্লী বিদ্যুৎ জোনাল ম্যানেজার আবুল বাশার আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খুবই দুঃখজনক, আমরা সরেজমিনে গিয়ে দেখার পর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব
Leave a Reply