মোঃ আরাফাত সানি,টেকনাফ
স্হল পথে বানিজ্য বৃদ্ধি, দেশে আনবে উন্নয়ন ও সমৃদ্ধি। এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে সারা দেশের ১৪ টি স্থল বন্দরের ন্যায় টেকনাফ স্থল বন্দরে ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্থল বন্দর সেবা সপ্তাহ (১৪-২০জুন ২০২২) বিশাল কেক কেটে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৪ জুন মঙ্গলবার সকালে টেকনাফ স্হলবন্দরের হল রুমে স্হল বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক পরিদর্শক রামেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে বন্দরের কাষ্টম রাজস্ব কর্মকর্তা মোঃ শাহিন আকতার প্রধান অতিথি হিসেবে কেক কেটে এর উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনাইটেড গ্রুপের টেকনাফ স্থল বন্দরের ব্যবস্হাপক আনোয়ারুল ইসলাম, সি,এন্ড,এফ,এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আবদুল আমিনসহ কাষ্টম সহকারী রাজস্ব কর্মকর্তা বৃন্দ,আমদানি, রপ্তানি কারক,বানিজ্য ব্যবসায়ী ও বন্দরে নিয়োজিত সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, স্থলবন্দর কর্তৃপক্ষের টেকনাফ বন্দরের হিসাব রক্ষন কর্মকর্তা সালা উদ্দিন প্রমুখ।উপস্থিত বক্তরা বলেন,বাংলাদেশের স্হল পথে আমদানি রপ্তানি কার্যক্রম কে সহজতর ও গতিশীল করার লক্ষ্যে ২০০১ সালের ১৪ জুন ( ২০০১সালের ২০ নং আইন) এর ধারা ৪ (১) অনুযায়ী সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্টিত হয়।
Leave a Reply