 
							
							 
                    
নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কে মিনি কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিসমত আরা(১০) ও ওমর হামজা (৬০) নামের দুই যাত্রী নিহত হয়েছে।
সোমবার (২০জুন) সকালে হোয়াইক্যং ইউপির লম্বাবিল তেচ্ছি ব্রীজ নামক এলাকায় উক্ত ঘটনা ঘটে। নিহতরা হলেন, উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পের এ পাঁচের ইদ্রীছের মেয়ে কিসমত আরা (১০)ও মৃত আব্দুল গফুরের পুত্র ওমর হামজা (৬০)।
সোমবার সকালে ক্যাম্পে থেকে বের হয়ে অন্য ক্যাম্পে একটি বিয়ে অনুষ্ঠানে যাওয়ার পথে উক্ত ঘটনা ঘটে বলে জানিয়েছে নিহতের স্বজনেরা।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বিপরীত মুখি একটি মিনি কভার্ড ভ্যান যাত্রীবাহী অটোরিকশা কে ধাক্কা দিলে ঘটনা স্থলে দুই যাত্রী নিহত হয়। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে আইনি প্রক্রীয়া শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করি। তবে গাড়ি দুইটি কে আটক করেছি।
 
                                         
                                         
                                         
                                        
Leave a Reply