নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনা ও ট্রাফিক সচেতনতা বিষয়ে মোটরসাইকেল আরোহী, সিএনজি,মাহিন্দ্রা,ট্রাক, অটোরিকশা ও টমটম চালকদের সচেতনতা মূলক গণ প্রচারনা শুরু করেছেন টেকনাফ জোনের নবাগত ট্রাফিক ইন্সপেক্টর মোশারফ হোসেন খাঁন।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত টেকনাফ পৌর শহরের বিভিন্ন স্থানে উক্ত প্রচারণা চালানো হয়। সে সাথে গাড়ির কাগজ পত্রে অসংগতি থাকায় কয়েকজন চালক কে জরিমানাও করা হয়।
পরে প্রচারণার অংশ হিসেবে নবাগত ট্রাফিক ইন্সপেক্টর টেকনাফ পৌর মেয়র হাজী মোঃ ইসলামের সাথে পৌর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মেয়ের ও ট্রাফিক ইন্সপেক্টর দুইজনের মধ্যে পৌর শহরের যানজট নিরসন, রোহিঙ্গা শ্রমিক দিয়ে গাড়ি চালানো, পৌরসভার টোল আদায়ের নামে অতিরিক্ত চাঁদাবাজি বন্ধ সহ অনেক বিষয় নিয়ে সৌহার্দপূর্ণ আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন ট্রফিক বিভাগের এ এস আই খোরশেদ আলম।
ইন্সপেক্টর মোশারফ হোসেন বলেন, জনসচেতনতার পাশাপাশি আইনি সহায়তার মাধ্যমে টেকনাফ কে যানজটমুক্ত ও সুন্দর পর্যটন শহর গড়ে তুলা আমাদের লক্ষ্য।
Leave a Reply