সংবাদ বিজ্ঞপ্তি,
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম এলাকায় র্যাব-১৫ এর অভিযানে ৫০,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ৩নং ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘুমধুম পশ্চিমপাড়া এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর আভিযানিক দল ০৭/০৭/২০২২ ইং তারিখ আনুমানিক ১২.৩০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে মোজাম্মেল হক (৩২), পিতা-মৃত দুদু মিয়া, মাতা-রশিদা বেগম, সাং-ঘুমধুম পশ্চিমপাড়া, ০৫ নং ওয়ার্ড (নূরুল হক হেডম্যান বাড়ি), ঘুমধুম ইউপি, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবানকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে সর্বমোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিল মর্মে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
Leave a Reply