টেকনাফ উপজেলা পর্যায়ে শীর্ষ ক্রীড়া সংগঠনের কতিপয়/কিছু সিনিয়র কর্মকর্তারাই টেকনাফের ক্রীড়ার উন্নয়নের অন্তরায়। তারা গ্রাম, মফস্বল, ওয়ার্ড পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র ক্রীড়াবীদ, খেলোয়াড় ও সংগঠকদের ভেতর আভ্যন্তরীণ কোন্দল সৃষ্টিতে সদা কৌশলী হয় নিজেদের প্রাধান্য বিস্তারের জন্য, যার ফলশ্রুতিতে প্রতিযোগিতার বদলে প্রতিহিংসা রূপ ধারণ করছে, টেকনাফের ক্রীড়া জগতে এভাবে গ্রুপিং চলমান থাকলে আগামীতে গ্রাম-গঞ্জ থেকে ভালো মানের খেলোয়াড় সৃষ্টি করা খুবই দুষ্কর হবে।
পরিশেষে আমার একান্ত চাওয়া; দলমত নির্বিশেষে উপজেলার শীর্ষ ক্রীড়াবীদগণ ব্যক্তিস্বার্থের উর্ধ্বে উঠে ক্রীড়া উন্নয়ের স্বার্থে এক টেবিলে বসে টেকনাফ ক্রীড়া জগতকে আরো এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা রাখি।
কামাল উদ্দিন
সাবেক অধিনায়ক
টেকনাফ উপজেলা ফুটবল দল।
Leave a Reply