1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফ থেকে মালয়েশিয়া পাচারকালে ৬৬ জন উদ্ধার: আটক ৫   প্রকাশ্যে মুজিব কোট পু’ড়ি’য়ে দল ছাড়লেন আওয়ামী লীগ নেতা জাতীয় মৎস্যজীবী সমিতি টেকনাফ পৌরসভা ১নং ওয়ার্ডের কমিটি অনুমোদন  ৪০ হাজার ইয়াবা সহ র‍্যাবের জালে মাদক কারবারি আটক টেকনাফে কোস্টগার্ডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা’সহ ২ মাদক কারবারী আটক ১৬ বছর ধরে টেকনাফ স্থলবন্দরে বদির কমিটি, আমিন-বাহাদুর সিন্ডিকেট লুটে খেলো শতকোটি টাকা! হ্নীলা দক্ষিণ ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বশির সম্পাদক আবছার সাংগঠনিক আবু ছৈয়দ টেকনাফে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশু সুরক্ষা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে ৩৫ হাজার পিস ইয়াবা’সহ ৭ জন আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সেন্টমার্টিনের স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত ||Teknaf71

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৮৩৭ বার পড়া হয়েছে

জসিম মাহমুদ, টেকনাফ

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করেছে বখাটে শহিদুল্লাহ খান প্রকাশ জুয়েল(২৬) নামে এক যুবক।
আহত মায়মুনা আক্তার শেফা (১৩) সেন্টমার্টিন বিএন ইসলামিক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী এবং সেন্টমার্টিন এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে।
জানা যায়, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে শেফা স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে জুয়েল নামে এক বখাটে ওই স্কুল ছাত্রীর পথরোধ করে শরীরে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতপ্রাপ্ত ছাত্রীকে সহপাঠি ও স্থানীয়রা উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ছাত্রীটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

সেন্টমার্টিন বিএন ইসলামিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জালাল সরকার জানান,স্কুলের সামনে এক বখাটে ছেলে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে হাতে ছুরিকাঘাত করে চলে যায়। তার চিৎকার শুনে শিক্ষক, ছাত্র-ছাত্রীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এর আগেও এই বখাটে ছেলের জন্য সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ করা হয়েছিল। এ ন্যাক্কারজনক ঘটনায় ছাত্র-ছাত্রীদের জন্য নিরাপত্তা ও সুষ্ঠ বিচার দাবি করছি।

আহত ছাত্রীর পিতা আবু বক্কর সিদ্দিক জানান, প্রতিদিনের মতো আমার মেয়ে স্কুলে যায়। স্কুল থেকে ফেরার পথে মৌলভী ফিরুজ আহমদ খানের ছেলে শহিদুল্লাহ খান প্রকাশ জুয়েল আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল এবং স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই বিরক্ত করত। কিন্তু শেফা বরাবরই তা প্রত্যাখ্যান করে আসছিল। এ ঘটনার প্রেক্ষিতে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগও দেওয়া হয়েছিল। এরই জেরধরে স্কুল থেকে ফেরার পথে প্রাণে মেরে ফেলার জন্য ছুরিকাঘাত করা হয়েছে আমার মেয়েকে। আমি এ ঘটনার জন্য আমার মেয়ের নিরাপত্তা এবং উক্ত বখাটে ছেলের কঠিন শাস্তি চাই।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাফিজা আক্তার এ্যানি জানান, দুপুরে মায়মুনা আক্তার শেফা নামে সেন্টমার্টিনের এক স্কুল ছাত্রীকে হাসপাতালে আনা হয়। তার হাতে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুদীপ্ত শেখর ভট্রাচার্য্য জানান, সেন্টমার্টিনে এক বখাটে ছেলের ছুরিকাঘাতে এক স্কুল ছাত্রী আহত হয়েছে। মেয়েটাকে উদ্ধার করে চিকিৎসার হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত আসামীকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!