নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনে গনির জালে ধরা পড়া লাল পোকা মাছাটি ৫ লাখ টাকা বিক্রির জন্য দাম হাঁকিয়েছে বলে অনেকেই প্রচার করেছে ব্যক্তিগত ফেইসবুকে বা মিডিয়াতে।
শনিবার (১৯ নভেম্বর) সকালে সেন্টমার্টিন হতে ৯ মাইল দক্ষিণে প্রতিদিনের মত মাছ শিকারে জান দ্বীপের সুলতান আহমদের ছেলে আব্দুল গনি। কিছুক্ষণ পরে জালে মাছটি ধরা পড়লে তাহা কোলে নিয়ে আসেন ওই জেলে। পরে মাছ টি বিক্রির জন্য সেন্টমার্টিনের কলস্টোরে নিয়ে এসে তা ১লাখ টাকা দাম হাঁকালেও শেষ পর্যন্ত মাছটি বিক্রি হয়েছে ৮৫ হাজার টাকায় । যাহার ওজন ২৩ কেজি ২০০গ্রাম বলে গনি নিজে প্রতিবেদক কে নিশ্চিত করেন।
সেন্টমার্টিনের স্থানীয় বাসীন্দা আজিম জানান, মাছের জগতে এরকম বড় পোকামাছের দাম একটু বেশী। ধরা পড়া মাছটি যদি স্ত্রী জাতের না হয়ে পুরুষ পোকা হত তাহলে গনি নিশ্চিত ৫/৬ লাখ টাকা পেত।
এ বিষয়ে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা দেলোয়ার হোসাইন জানান, ওই মাছ গুলোর বায়ুথলী বা স্থানীয় ভাষায় ফদানা টি মানব দেহের বিভিন্ন অপারেশ কজের সুতা হিসেবে তৈরী করে বলে তা বেশি দামে বিক্রি হয়।
Leave a Reply